বই: সেই তুমি এলে
লেখক: এইচ আর মিথেল।
গল্পাংশ: প্রত্যাবর্তন_________________________________
কতই-বা বয়স ছিল তখন প্রত্যাশার, এই পাঁচ কিংবা সাড়ে পাঁচ হবে হয়তো। ভাই আর আমি যখন প্রত্যাশার দুই হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতাম তখন রাস্তায় পড়ে থাকা ছোট বোতল বা কাগজের ঠোঙা সামনে পড়লে সে তার পা দিয়ে লাথি দিত, যেন ওগুলো খেলার বল।
আমরা যখন কোনো টং দোকানে বসে চা খেতাম, প্রত্যাশা তখন একবার তার বাবার চায়ের কাপের দিকে আবার আমার চায়ের কাপের দিকে তাকাতো। ভাই তখন দোকান থেকে একটা কাপ নিয়ে নিজের চায়ের কিছুটা ঢেলে মেয়েকে দিতেন। ততোক্ষণে চা ঠাণ্ডা হয়ে যেত।
ঐ ঠাণ্ডা চায়ে চুমুক দিয়েও প্রত্যাশা ঠোঁট ফুলিয়ে আমার দিকে তাকিয়ে বলতো, ‘চাচ্চু, গরম লাগে।’ আমি তখন ওর কাপটা হাতে নিয়ে একটু ফুঁ দিয়ে বলতাম, ‘এখন ঠাণ্ডা হয়েছে, খাও।’ এরপর প্রত্যাশা কাপে চুমুক দিত। ভাই তখন আমার দিকে তাকিয়ে বলতেন, ‘মেয়ে তো দেখি তার বাবার চেয়ে চাচ্চুকেই বেশি ভালোবাসে!’
এই নিয়ে তখন প্রচুর হাসাহাসি করতাম আমরা। আজ ভাই-ভাবী আর মেয়েটার কথা হতেই খুব খারাপ লাগতে শুরু হলো আমার।
গল্পাংশ: প্রত্যাবর্তন
বই: সেই তুমি এলে
লেখক: এইচ আর মিথেল।