বর্তমান সময়ে মুসলিমদের ভিতর একটা বড় ফিকরি অধঃপতন বিশৃঙ্খলা হল দ্বীনের বুঝের ময়দানে। কুরআন সুন্নাহর বুঝ পর্যন্ত কেউ লাফ দিয়ে চলে যেতে যায়, কেউ শরয়ী নুসুস বা ট্যাক্সটের বুঝের দীর্ঘ সিলাসিলাকে বাদ দিয়ে কেবল মাকাসিদ দিয়ে কুরআন সুন্নাহকে বুঝতে চান, কেউ যমানার পরিবর্তনে শরীয়ার বিধান পরিবর্তনের শ্লোগানে দ্বীনের এই সিলসিলাকে পেছনে ছুড়ে ফেলে, কেউ সংস্কারের নামে সালাফদের এই চেইনকে তিরস্কার করে। এভাবে নানাভাবে দ্বীনের বুঝের ক্ষেত্রে ভয়াবহ অস্থিরতা আর নৈরাজ্য তৈরি হয়ছে।
আর এটা হওয়ারই ছিল। সালাফদের এই সিলসিলা থেকে আমরা যত দূরে সরব, যত এই চেইনকে পাশ কাটিয়ে যাব আমাদের চিন্তা ও বুঝের জগতে ততই অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হবে। ফিতনার এই যমানায় দ্বীনের বুঝের ব্যাপারে নিশ্চিত ও স্থির থাকতে সালাফদের এই সিলসিলা এবং গুরুত্ব, প্রামাণিকতা ও ভ্রান্তি নিরসন সম্পর্কে জানা দ্বীন পালনকারীদের জন্য জরুরী। সেই চিন্তা থেকেই ফাহমুস সালাফ লেখার চিন্তা আসে। যা এখন প্রকাশিত হয়ে মুসলিম ভাইবোনদের হাতে চলে যাচ্ছে।
লেখকের টাইমলাইন থেকে।
বই : ফাহমুস সালাফ
গ্রন্থনা : ইফতেখার সিফাত
সম্পাদনা : মাওলানা মুহাম্মাদ আফসারুদ্দীন, মাওলানা মুহাম্মাদ মাসরুর
Leave a comment