⦁ বইয়ের নাম: শারহুল আক্বীদাহ আল ওয়াসিত্বীয়া।
⦁ মূল : ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ)।
⦁ ব্যাখ্যাকার: ইমাম সালিহ আল ফাউযান।
⦁ অনুবাদক: উস্তায আব্দুল্লাহ শাহেদ আল মাদানী।
⦁ প্রকাশনায় : মাকতাবাতুস সুন্নাহ।
⦁ পৃষ্ঠা সংখ্যা : ৪৮০।
⦁ মুদ্রিত মুল্য : ৩০০ টাকা মাত্র।
❒ ভুমিকা,
.
আল্লাহ তা‘আলা মানব জাতিকে আশরাফুল মাখলূকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। মানুষ তার শ্রেষ্ঠত্বের প্রমাণ পেশ
করে আক্বীদাহ বা বিশ্বাসের উপর ভিত্তি করেই। ইহা এমন এক ভিত্তি, যাকে অবলম্বন করেই মানুষ তার সার্বিক জীবন পরিচালনার গতিপথ নির্ধারণ করে।
আক্বীদাহ বা বিশ্বাস যার বিশুদ্ধ নয় তার সম্পূর্ণ জীবনটাই বৃথা। কারণ মানব জীবনের মূল চাবিকাঠি হল তার আক্বীদাহ বা বিশ্বাস; যার আলোকে মানুষ তার সকল কর্ম সম্পাদন করে থাকে। ইহা এমন এক অতুলনীয় শক্তি, যার উপর ভর করে নিজের জীবনটুকু
বিলিয়ে দিতেও সে কুণ্ঠাবোধ করে না। এক কথায় বিশুদ্ধ আক্বীদাহ-ই পরকালীন মুক্তির একমাত্র উপায়।
শাইখুল ইসলাম ইমাম তাক্বীউদ্দিন আহমাদ ইবনু তাইমিয়্যাহ আল হার্রানী (রাহিমাহুল্লাহ)-এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিছক ক্বুর’আন, হাদীস ও সালাফে সালেহীনদের আক্বীদাহ’র আলোকে বিস্তারিতভাবে তাঁর
“আক্বীদাহতুল ওয়াসিত্বীয়া”- গ্রন্থে আলোকপাত করেছেন। বহু আলিমের ন্যায় যার ব্যাখ্যাকার হচ্ছেন ইমাম সালিহ আল ফাউযান (হাফিয্বাহুল্লাহ)। তিনি কিতাব-টির অতিপ্রাঞ্জল, বোধগম্য এবং হৃদয়গ্রাহী ব্যাখ্যা প্রদান করেছেন।
.
❒ বইটি কেন পড়বেন,
.
ভিত্তি স্থাপন ব্যতীত কোন বিল্ডিং বানানো যেমন অসম্ভব; তেমনি বিশুদ্ধ আক্বীদাহ ব্যতীত নিজেকে মুসলিম দাবী করাও অসম্ভব। প্রতিটি কথা ও কর্ম যদি বিশুদ্ধ আক্বীদাহ বা বিশ্বাস থেকে নির্গত না হয়
তবে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। মানব জাতির যাবতীয় পথভ্রষ্টতার মূলে রয়েছে তার মৌলিক আক্বীদাহ থেকে বিচ্যুত হওয়া। অতএব, এ-বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে জানার জন্য “শারহুল আক্বীদাহ আল ওয়াসিত্বীয়া” নামক গ্রন্থটি অবশ্যপাঠ্য।
আলোচ্য গ্রন্থে বিশুদ্ধ আক্বীদাহ ও উহার পরিপন্থী বিষয়ের উপর নাতিদীর্ঘ আলোচনা করা হয়েছে। এতে অন্তর্ভুক্ত বিষয়াদি অত্যান্ত চমৎকার, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করা হয়েছে। যেহেতু আমাদের দেশে এ-বিষয়ে লেখা ও অনুবাদিত পুস্তককাদীর সংখ্যা নিতান্তই অপ্রতুল, সেহেতু সর্ব শ্রেণীর মানুষ তথা ইসলামী শিক্ষিত, সাধারণ শিক্ষিত এবং স্বল্পশিক্ষিত লোকজন যেন বইটি পাঠ করে বিশুদ্ধ আক্বীদাহ ও উহার পরিপন্থী বিষয়ে যথাযথ জ্ঞানার্জন করতে পারেন সেদিকে দৃষ্টি রাখা হয়েছে। সার্বিক দিক বিবেচনায় আমার কাছে এই মাস্টারপিস গ্রন্থটি সময়োপযোগী, যৌক্তিক ও জ্ঞান পিপাসুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
.
❒ এক নজরে সূচিপত্র :
.
আলোচ্য বইটি পড়তে যেয়ে বেশকিছু ভালো আলোচনা আমার দৃষ্টিগোচর হয়েছে। যাইহোক, কথা লম্বা না করে সংক্ষিপ্তাকারে বিষয়বস্তু তুলে দেই, যাতে আপনারা প্রাথমিক ধারণা পেতে পারেন —-
⦁ ইমাম ইবনু তাইমিয়্যাহ’র সংক্ষিপ্ত জীবনী।
⦁ ফিরক্বাতুন নাজিয়াহ বা মুক্তিপ্রাপ্ত দল।
⦁ আহলুস সুন্নাহ ওয়াল জাম’আতের পরিচয়।
⦁ আল্লাহ্ তা’আলার গুনাবলীর পরিচয়।
⦁ আল্লাহ্ তা’আলার গুনাবলীর প্রতি ঈমান আনায়নের ব্যাপারে আহলুস সুন্নাহ’র অবস্থান।
⦁ আহলে সুন্নাহ ওয়াল জাম’আতের মুলনীতি।
⦁ আল্লাহ্ তা’আলার আরশের উপর সমুন্নত হওয়া।
⦁ আল্লাহর নাম সাবস্থ্য করা এবং কেউ তার সাদৃশ্য হওয়া অস্বীকার করা।
⦁ কিয়ামতের দিন মুমিনগণ আল্লাহকে দেখবে।
⦁ আল্লাহর পা সাবস্থ্য করা।
⦁ আল্লাহর বিভিন্ন সিফাত নিয়ে বিস্তারিত আলোচনা।
⦁ ঈমানের হাকিকত ও পরিচয়।
⦁ সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলে সুন্নাহ’র মাযহাব।
⦁ রসূল ও আহলে বাইতের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জাম’আতের মাযহাব।
⦁ কারামতে আওলীয়ার ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জাম’আতের মাযহাব।
⦁ আহলে সুন্নাহ ওয়াল জাম’আতের বৈশিষ্ট্য এবং কেন তাদেরকে আহলে সুন্নাহ বলা হয়?
.
পরিশেষে দোয়া করছি, মহান আল্লাহ্ গ্রন্থটির লিখক, ব্যাখ্যাকার, অনুবাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দিন এবং আমাদেরকে তাওহীদবাদী মুসলিমদের অন্তর্ভুক্ত করুন – আমীন।
.
.
.
রিভিউ লেখক : আখতার বিন আমীর।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Download Book
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?