বইঃ মহিমান্বিত কুরআন upcoming pdf
image from books time |
পবিত্র কুরআনে শব্দসংখ্যা প্রায় আশি হাজার। মৌলিক শব্দ কম-বেশ দুই হাজার। নানা রূপে রূপান্তরিত হয়ে দুই হাজার শব্দই পরিণত হয়েছে আশি হাজারে।
তার মানে হিসাব সহজ, দুই হাজার শব্দ শিখলেই আমরা কুরআন মোটামুটি অর্থ বুঝে শিখে ফেলত পারব। সিয়ান পাবলিকেশনের আয়োজনে পবিত্র কুরআনের শব্দে শব্দে অনুবাদ মহিমান্বিত কুরআন সেজন্যেই—আমরা যেন অর্থ বুঝে কুরআন পড়তে পারি। এর জন্য সাথে আমরা দুই হাজার শব্দের আভিধানিক শিট সংযোজন করেছি।
প্রথমে আলিফ দিয়ে যে শব্দগুলো আছে, সেগুলো কুরআনে ব্যবহৃত অর্থসহ দেওয়া হয়েছে, তারপর বা তা সা সিরিয়ালে প্রতিটি বর্ণের যে শব্দগুলো কুরআনে এসেছে, তার পূর্ণ আভিধানিক তালিকা এই কুরআনের ভেতর সংযোজন করা হয়েছে।
আভিধানিক শিট/আভিধানিক তালিকা বলতে কী বোঝাচ্ছি?
অভিধানে যেমন শব্দটির অর্থ দেওয়া থাকে, এটি এক বচন না বহু বচন তার নির্দেশ থাকে, ক্রিয়া হলে তার মূল ধাতু কী এবং বাব বা রূপায়ণ কী, এসবেরও চিহ্ন থাকে, আমাদের মহিমান্বিত কুরআনে দুই হাজার শব্দের আভিধানিক তালিকাটিও ঠিক সে রকম করে করা হয়েছে। সব মিলিয়ে এই দুই হাজার শব্দ কুরআনে অনুশীলন করে সাওয়াবের নিয়তে শিখলে যেমন কুরআন শেখা হবে, সাওয়াব অর্জন হবে, আরবি ভাষাও বেশ একটা জানা হয়ে যাবে।
এই শব্দগুলো দিয়ে পবিত্র কুরআন কীভাবে অনুশীলন করে অর্থ বুঝে শিখে ফেলা যাবে, আরবি কায়দা-কানুনের প্রাথমিক ধারণাসহ সহজ অথচ কার্যকর বেশকিছু পদ্ধতি এই মহিমান্বিত কুরআনে সংযোজন করা হয়েছে।
পুরো মহিমান্বিত কুরআন আলহামদুলিল্লাহ একটা প্যাকেজ। নারী-পুরুষ, আরবির প্রাথমিক ছাত্র, কুরআন শিখতে আগ্রহী সবার জন্য যা কিছু প্রয়োজন, খুব সুন্দর এবং কার্যকরীভাবে এই কুরআনে সংযোজন করে দেওয়া হয়েছে। যোগ্য ও অভিজ্ঞ আলিমদের টিম ওয়ার্কে মহিমান্বিত কুরআন—শব্দে শব্দে অর্থ হয়ে উঠেছে সবার জন্য উপকারী।
অর্ডার করতে মেসেজ করুন আমাদের বুকস্ টাইম এর পেজ এ অথবা ফোন করুন +8801856261666
*প্রতি অর্ডার এ থাকছে প্রিমিয়াম বুক মার্ক।
*ঢাকা সিটিতে হোম ডেলিভারি।
*ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পৌছে যাবে আপনার কাছে।