বই- ফেরারি
লেখক- সুহাসিনী Sharifa Suhasini
রিভিউ সংক্ষেপে –
একটা মেয়ে রাতের আকাশ দেখে, খসে পড়া তারাও দেখে যার কোন ভয় নেই দিন হোক কিংবা রাত, মেয়েটির নাম ফেরারি ছদ্দবেশ ধরতে বেশ পটু, কখনো সবজি বিক্রেতা তদন্তে খাতিরে আবার কখনো প্রেমিকের জন্য বয়স্ক মহিলা সেজে যাওয়া অদ্ভুত এই মেয়েটা।
হঠাৎ করেই আরিয়ানের সাথে পরিচয়, প্রথম দেখাতেই দুইজন দুজনের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে,
একদিন তো শাড়ি পড়ে, ঠোটে কড়া লিপস্টিক দিয়ে আরিয়ানের বাসায় গিয়ে উপস্থিত
সামিহা অবশ্যই খুব অবাক হয়েছে ফেরারি কে দেখে, মেয়েটাকে অনেকেই পাগল বলে
এত জ্ঞ্যান দেয় সবাইকে ।
আরিয়ানও ফেরারির সাথে রাজীব সেনের বাড়িতে যায়, যার খুনি কে খুঁজে বের করতেই একের পর এক রহস্য বেদ করতে হচ্ছে।
চারুলতার বিয়ের আগেরদিনই মারা যায় তার বাবা, তাই বিয়েটা আর হয়ে উঠলো না জিম কারীর সাথেই নামটা ভারি অদ্ভুত তাইনা।
জিম কারী অর্ধেক বাংলাদশের বাকিটা জাপানিজ ।
কি রহস্য লুকিয়ে আছে কে জানে আসল খুনি কে বের করবে ইনটেলিজেন্স এজেন্সি, এই এজেন্সির সব কাজ হাতে দেয়না যেটা নেয় সফল করেই তবে ফিরে।
তাদের পরিচয় গোপন, চিনেনা কেউ, সেখানের বড় কর্মকর্তা তার নাম রাশেদ জামান, ফেরারির সাথে তার খুব গভীর একটা সম্পর্ক রয়েছে।
ফেরারী এক গভীর রাতে মদ্যপান করা এক লোকের পিছু নিয়েছে, কয়দিন পরই খবরের কাগজে নিউজ এসেছে মদ্যপান এক ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে ।
আকাশের তারা খসে পড়া ফেরারি খুব উপভোগ করে নিজের মাকে দেখেছে ধর্ষণ হয়ে তিলেতিলে চোখের সামনে মারা যেতে।
বাকি অংশটুকু বইটা পড়লেই বুঝতে পারবেন। দারুণ একটা বই পড়লাম।
রেটিং- ১০/১০
© ফারজানা রাহা
Leave a comment