December 11, 2023

প্রোডাক্টিভিটি লেসনস – শাইখ ড. মাশআল আব্দুল আযিয আল-ফাল্লাহি

 

জাপান এক সময় অটোমেটেড মেশিন বা স্বয়ংক্রিয় যন্ত্র শিল্পে উন্নতি করার সিদ্ধান্ত
নেয়, তা শেখার জন্য জাপান সরকার একজনকে নির্বাচিত করে। জাপানের শাসক
তাকে জার্মানিতে পাঠায়, যাতে সে ঐ বিষয়ে দক্ষতা অর্জন করে নিজ দেশে
ফিরে আসতে পারে। সে জার্মানিতে গিয়ে টানা ১৮ বছর কাজ শেখে। অবশেষে
সে যখন ফিরে আসে তখন সমস্ত চিন্তা তার মাথায় গেঁথে গেছে।
.
সে নিজ দেশে ফিরে তা বাস্তবায়ন করে দেখায়। যখন জাপানের রাষ্ট্রপতি এসে দেখতে পেলেন
অটোমেটেড মেশিন চলছে, তখন তাকিও ওশাহেরা বাড়ি ফিরে গেলেন। তিনি
বলেন, ‘বাসায় গিয়ে আমি ১০ ঘণ্টা ঘুমালাম। গত ১৮ বছরে এটাই ছিল আমার
প্রথম একটানা ১০ ঘণ্টা ঘুম।’
.
এই ঘটনাটা মাথায় গেঁথে নিন। সময় বের করে চিন্তা করে দেখুন। দীর্ঘ সময়
মনোযোগ ধরে না রাখলে চিন্তা পরিপক্ব হয় না। সময় ব্যয় না করলে সফল হওয়া
যায় না।
.
কেবল অবসর সময়কে ব্যয় করলে চিন্তা পরিপক্ব হবে, পরিকল্পনা সফল হবে,
যুগান্তকারী লক্ষ্য পূরণ হবে—এমনটা আশা কখনো করবেন না। কক্ষনো না!
আপনাকে বিশ্বাস রাখতে হবে, দিন-রাত, শীত-গ্রীষ্ম, ঠান্ডা-গরম, ক্ষুধা-দারিদ্র্য,
প্রবাস-নিবাস, ভালো-খারাপ সব সময়ে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন।
যদি এভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারেন, তবেই আপনার হৃদয় থেকে অনুভূতি
আহরণ করে আপনার চিন্তারাও জীবন্ত হয়ে উঠবে।
.
ড মাশআল আল-ফাল্লাহি রচিত ‘প্রোডাক্টিভিটি লেসনস’ বই থেকে নেওয়া…
.

📓প্রোডাক্টিভিটি লেসনস

লেখক :শাইখ ড. মাশআল আব্দুল আযিয আল-ফাল্লাহি।
অনুবাদক: আব্দুল্লাহ মজুমদার।
প্রকাশনী :সমকালীন প্রকাশন
প্রচ্ছদ মূল্য:১৫২৳

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *