December 11, 2023

প্রিয়তম অসুখ সে – সাদাত হোসাইন

প্রিয়তম অসুখ সে🌻

🌸”সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে
তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে!!
তবুও আসুক সে।
জানুক~প্রিয়তম অসুখ সে!!”🖤🥀

✨”সব অসুখ তো আর চোখে দেখা যায় না।কিছু অসুখ কেবল অনুভব করা যায়।কিন্তু আমাদের সাধ্য কি আমরা তা বুঝি?”🙂

🖤”একজীবনে মৃত্যু ছাড়া,,এতটা আড়ম্বরে কি আর কখনো উদযাপিত হয় জীবন!!”🙂🥀

©প্রিয়তম অসুখ সে🌸

(সাদাত হোসাইন)

মন ছুঁয়ে যাওয়া কয়েকটা লাইন।🤗 অসম্ভব সুন্দর ও অতুলনীয় লেখা এবং পাঠকের অনুভূতিতে সাড়া জাগানো প্রিয় লেখক সাদাত হোসাইন ভাইয়া।💖 দীর্ঘদিন ধরেই ওনার লিখাগুলো আমার অসাধারণ লাগে। আর “প্রিয়তম অসুখ সে” এই বইটার নাম শুনার পর থেকেই ভাবছিলাম বইয়ের নামটাই কত সুন্দর!!☺️আর এই বইয়ের প্রিয়তম কিছু চরিত্রকে নিয়ে লিখা অনেকের চিঠিগুলো পড়ে বেশ ভালোই লাগলো। আবার যখন দেখলাম গল্পের কাহিনীতে আমার “হৃদি” নামটি আছে। আর তাকে নিয়ে অনেকেই সুন্দর সুন্দর চিঠি লিখছে। তখন থেকে বইটা পড়ার প্রতি আরো বেশি আগ্রহ জন্মালো। আর তারপরই দেখলাম BOOK HUT এর সার্ভিসে বিশেষ ছাড়ে প্রিয় লেখকের অটোগ্রাফসহ বইটি পাওয়া যাচ্ছে। বেশ উৎফুল্ল আমি।😍বইপ্রেমী হৃদির প্রিয় লেখকের অটোগ্রাফসহ বই পাওয়ার এই সুযোগ মিস করলে হয়!! ব্যস,,আর দেরি কিসে?? তক্ষুণি অর্ডার করে ফেললাম BOOK HUT থেকে। অপেক্ষায় ছিলাম বইটা কখন হাতে পাবো?? দেখলাম অর্ডার করার ২দিন এর মধ্যে বই চলে আসছে। সত্যিই এত দ্রুত সার্ভিস পাবো ভাবিনি। তো যাইহোক,,বই হাতে পাওয়ার পর আর লোভ সামলাতে পারছিলাম না। উৎফুল্লতার সাথে প্যাকিং খুললাম আর অধীর আগ্রহ নিয়ে পড়ে শেষ করলাম। বইটার সাবলীল ভাষা আর কাহিনী পড়ে আমি অভিভূত। অনেক অনেক ধন্যবাদ BOOK HUT কে বইপ্রেমীকে এতো সুন্দর একটি বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। যাইহোক,,অনেক অনেক শুভকামনা প্রিয় লেখক সাদাত হোসাইন ভাইয়া এবং BOOK HUT এর জন্য।🥰

✨বি.দ্র: BOOK HUT এর কাছে এইজন্য দুঃখিত যে,,বই হাতে পাইছি আরো আগেই। কিছুদিন ধরে সময় স্বল্পতা আর ব্যস্ততার কারণে রিভিউ দিতে দেরী হইছে।🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *