বইঃ- প্রজেক্ট পাই
লেখকঃ- তানভীর আহমেদ সৃজন
জনরাঃ- সাই-ফাই
প্রকাশনীঃ- বইঘর-ইবুক
প্রথম বইঘর সংস্করণঃ- সেপ্টেম্বর, ২০২১
মুল্যঃ- ৪০টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ- ৩৯১
ব্যাক্তিগত মতামতঃ-
পড়েছি লেখক তানভীর আহমেদ সৃজন এর লেখা বই ❝প্রজেক্ট পাই❞। এর আগে লেখকের আরো দুটি বই পড়া হয়েছিলো, বইগুলো হলো:- ❝একটা গল্প শুনবেন?❞ এবং ❝যে গল্পের শেষ নেই❞। সত্যি কথা বলতে দুটি বই আমার কাছে অসাধারণ লেগেছিলো, যদিও দ্বিতীয়টি থেকে প্রথম বইটি বেশি ভালো লেগেছে। এর পর থেকে আগ্রহ ছিলো লেখকের বাকি যে দুটি বই রয়েছে সেগুলো পড়বো এবং ❝প্রজেক্ট পাই❞ পড়া হলো। বইটি আমি পড়েছি “বইঘর-ইবুক” থেকে। এটি একটি সাইন্স ফিকশন। সাইন্স ফিকশন হলেও এই বইটিতে লেখক বৈজ্ঞানিক কল্পকাহিনীর মাধ্যমে আমাদের দেশ এবং জাতির খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তুলে ধরতে চেয়েছেন। একটি মুক্তিযুদ্ধ আমরা পার করলেও লেখক দেখাতে চেয়েছেন সেই যুদ্ধের পরেও ভিন্ন আঙ্গিকে ভিন্ন আরেকটি যুদ্ধ এবং সংগ্রামকে। সেই সুবাদে বইতে বর্তমান রাজনীতির কিছু দিক ও মানুষের ভিন্ন মনমানসিকতা ফুটে উঠেছে লেখায়। সব মিলিয়ে গল্পটি যেমন দুর্দান্ত, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। পড়ে বেশ ভালো লেগেছে বইটি, পড়ার সময় বিরক্ত লাগেনি মোটেই। আগ্রহীরা পড়ে দেখতে পারেন, আশাকরি ভালো লাগবে।