আস-সালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহি ওয়া-বারাকাতু 💜
জুলাই মাস বুক রিভিউ 🌸
বুক রিভিউ:১🌻
শুরুর দিকেই অভিমানের সুরে একটি ইমেইল পাঠানো হয় লেখককে। যেটা পরে লেখক মাহিন মাহমুদ অনুপ্রাণিত হয় বইটি লিখতে।
টিভিতে তখন সময়ের সেরা এবং জনপ্রিয় অভিনেত্রীর লাইভ প্রোগ্রাম চলছে। চোখ ধাঁধানো সাজসজ্জা। ভক্তরাও আগ্রহ ভরে দেখছে সেই অনুষ্ঠান। এমন সময়ই একটি অনাকাঙ্ক্ষিত ফোন কল আসে টিভিতে দেওয়া নম্বরে। জানানো হয় পর্দা করার বিধান ও ধর্মের কথা। এসব শুনে আয়োজক এবং দর্শকরা সবাই বিস্মিত এবং রাগান্বিত।
এই গল্পের মূল চরিত্রটির নাম জারা। জারা অতি সাধারণ পরিবারের একটি মেয়ে । তিন সদস্য বিশিষ্ট এই পরিবার বাবার পেনশন এবং টিউশনের টাকায় কোনমতে চলে তাদের সংসার। রূপালি জগতের রঙিন হাতছানি এবং নায়িকা হওয়ার সুবর্ণ সুযোগ পায়ে পিষে জারা ঢুকে পরে ইসলামের সুশীতল ছায়াতলে। ইসলামের সৌন্দর্য প্রতিটি মেয়ের কাছে পৌঁছে যাক এটাই ছিলো তার মূল চাওয়া। মো
এই চাওয়া তার জন্যে খুব একটা সুখকর ছিলোনা । সেজন্য তাকে অনেক বাঁধা এবং বিপদের মুখে পড়তে হয়েছে গল্পের প্রতিটি ধাপে ধাপে। আল্লাহ তাঁকে হতাশ করেননি। বরং সে যা ছেড়ে গিয়েছিল আল্লাহ তার চেয়েও উত্তম প্রতিদান দান করেছেন।
লেখক গল্পে বাস্তব বিষয় গুলো খুব সহজ সাবলীল ভাষায় সুন্দরভাবে তুলে ধরেছেন। বইটির প্রথম পৃষ্ঠা থেকেই আগ্রহ জাগবে শেষ পর্যন্ত পড়ার।
জারার পূণ্যময়ী হয়ে উঠার পিছনেও রয়েছে একটি ঘটনা। কি সেই ঘটনা? কারাই বা কল দিয়েছিল অভিনেত্রীর সেই লাইভ অনুষ্ঠানে? কি উদ্দেশ্য ছিল তাদের? এসকল প্রশ্নের উত্তর জানতে আপনাকে পড়তে হবে পূণ্যময়ী বইটি।
পুণ্যময়ী বইটি পড়তে গিয়ে অনেক অজানা জিনিস জেনেছি এবং পড়াকালীন সময় থেকেই অবচেতন মনে নিজের মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করেছি ।
যে বইয়ের লেখাগুলো হৃদয় স্পর্শ করে যায়, সে বইগুলো খুব শীঘ্রই প্রিয় তালিকায় জায়গা করে নেয় । পুণ্যময়ী ও ঠিক তেমন একটি বই। আশা করছি আমার মত আপনাদেরও মন ছুঁয়ে যাবে বইটি। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।
নিজস্ব রেটিং: ৮/১০
বইয়ের নাম: পূণ্যময়ী
লেখক: মাহিন মাহমুদ
প্রকাশনী: মাকতাবাতুল হাসান
পৃষ্ঠা: ২০০
মুদ্রিত মুল্য: ৩৪০ টাকা মাত্র
Leave a comment