পাবলো নেরুদা’রের কিছু প্রশ্নগুলোর উত্তর দিয়েই যেন গাঁথা ‘পুঁজিবাদ এক ভৌতিক গল্প ‘ বইটি। বইয়ের পাতায় দেখা মিলবে পুঁজিবাদের করাল গ্রাসের আর কর্পোরেট জগতওয়ালাদের পৈশাচিক আচরণের।
সেই প্রশ্নগুলো হলো
তোমার রক্ত জানতে চায়
বিত্তশালী মানুষ ও আইন কীভাবে একাত্ম হয়ে যায়?
কোন ধরনের কঠিন প্রতিজ্ঞার মাধ্যমে এরকমটা হয়?
কেন দরিদ্ররা বারবার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়?
বই : পুঁজিবাদ এক ভৌতিক গল্প
মূল : অরুন্ধতী রায়
রূপান্তর : সোহেলী তাহমিনা
প্রকাশনায় : Red Publication
Leave a comment