আমার থ্রিলার পড়া শুরু হয় এম.জে. বাবুর দিমেন্তিয়া দিয়ে। ইতোমধ্যে ডজনখানেক বই পড়লাম। এবং আগাপাশতলা একজন থ্রিলার পাঠিকা হচ্ছি। ক্রেডিটটা এই লেখককে দিবো৷ কারণ দিমেন্তিয়া পড়ে আগ্রহ জন্মে থ্রিলারের উপর। সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে উনার বইগুলো নিবো তা স্বাভাবিক।
পিনবল পড়ার আগে বিন্দুমাত্র ধারণা ছিল না যে হরর দিয়ে শুরু হওয়া বইটা শেষ হবে চরম থ্রিলার দিয়ে৷ বইয়ের প্রারম্ভটা বেশ। সাধারণ শব্দ ব্যবহার করে দুর্দান্ত লেখনশৈলীর স্বাক্ষর রেখেছে লেখক। দিমেন্তিয়া থেকে বেশ উন্নত লেখনশৈলী। ল্যাকিংস এখানে নাই বললেই চলে৷ আছে কিছু কঠিন মেটাফর।
বইটা বেশ গ্রিপিং। আপনি মূল গল্পে রাখার পর হাত থেকে নামাতে পারবেন না। বেশ ভালো একটা বই। হরর হলেও হরর নয়৷ শেষের টুইস্টগুলো বইটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বইটা সর্বোপরি একটা পার্ফেক্ট থ্রিলার প্যাকেজ। যত বলি তত কম হবে। ভীষণ ভালো লেগেছে সব মিলিয়ে। লেখকের প্রতি শুভকামনা আর দোয়া রইল যেন এমন বই দিতে পারে।
*কারেকশন
১)এক জায়গায় মার্চের বদলে জানুয়ারি হয়েছে
২) রোজামন্ড পাইক হয়েছে এক জায়গায়
৩)আলব্রেচড/আলব্রেচ, দুই জায়গায় দুই রকম।
টুকটাক প্রিন্টিং মিস্টেক ছিল। ওভার অল বেশ ভালো একটা বই পিনবল। থ্রিলার পাঠকদের জন্য মাস্ট রিড।
বই-পিনবল
লেখক-এম.জে. বাবু
প্রকাশনা-গ্রন্থ রাজ্য
পৃষ্ঠা-১৯৭
মূল্য-৪০০
Leave a comment