December 11, 2023

পিউরিফিকেশন অব দ্য লাভ – মুহাম্মদ আলীনুর ইসলাম MD Alinur Islam

আস সালামু আলাইকুম
বই: পিউরিফিকেশন অব দ্য লাভ
লেখক: মুহাম্মদ আলীনুর ইসলাম MD Alinur Islam
প্রকাশনা: দুয়ার প্রকাশনী
মূল্য:২০০

🍀🍀সূচিপত্র:
১.ঘুম হারাম করা প্রেম।
২. আল্লাহর প্রেমের তাৎপর্য।
৩. নবী (সাঃ)-এর প্রতি ভালোবাসা মুমিনের ইমান।
৪. প্রণয়ের বিষবাষ্প।
৫. আত্মহত্যা কেন।
৬. প্রণয়সুধা।
৭. হালাল রিলেশন, হারাম রিলেশন।
৮. বিয়ের উদ্দেশ্যে প্রেম।
৯. ইসলামে স্বামী-স্ত্রীর ভালোবাসা।
১০. বাবা-মা’র প্রতি ভালোবাসা ও সম্মান জানাবেন যেভাবে।
১১. এক কুলাঙ্গার সন্তান।

🍀🍀পিউরিফিকেশন অব দ্য লাভ বইটি মূলত ভালোবাসা সংক্রান্ত দিকনির্দেশনা নিয়ে রচিত।হালাল ও হারাম প্রেম বিষয়টি লেখক ইসলামের বিভিন্ন আয়াতের উদাহরণের মাধ্যমে বিস্তারিতভাবে বুঝিয়েছেন। হালাল সম্পর্ক আল্লাহর রহমত,হালালের মধ্যে রয়েছে স্বর্গীয় সুখ অনুভব। অন্যদিকে হারাম সম্পর্ক হচ্ছে শয়তানের ফাঁদ/প্রতারনা দুঃখ,কষ্ট, হতাশা শেষমেষ আত্মহত্যা ছাড়া আর কিছুই নেই সেটা লেখক বইটিতে সুন্দর করে ব্যাখা করে বুঝিয়েছেন। বর্তমান জেনারেশন এর অনেক তরুণ তরুণী ভালোবাসা সম্পর্কে ভুল মানে ও ভুল তথ্য জানে। তাদের এই ভুল ধারণা থেকে বের করে আনার জন্য লেখক ভালোবাসা সম্পর্কে সঠিক ধারণা দিয়েছেন বইটিতে।যার থেকে শিক্ষা নিয়ে আমারা সুস্থ, সুন্দর হালাল জীবন ধারণ করতে পারি এবং দূরে থাকতে পারি আত্মহত্যার মতো জঘন্য খারাপ কাজ শয়তানের ফাঁদ বা প্রতারনা থেকে।

🍀🍀বইয়ের সারসংক্ষেপ:

১.ঘুম হারাম করা প্রেম: এ গল্পে লেখক হারাম, নোংরা প্রেম মধ্যে দুঃখ, কষ্ট, হতাশা ছাড়া কিছুই নেই তা বিশেষভাবে বর্ণনা করেছেন। প্রেম মানেই যে শুধু কষ্ট তা কিন্তু মোটেও না। তবে আমাদের উচিত সঠিক জনের সাথে প্রেম করা যারা আমাদেরকে সত্যিকারের ভালোবাসে।

২.আল্লাহর প্রেমের তাৎপর্য: আল্লাহ অনেক কঠোর, খারাপ কাজ করলে শাস্তি দেন,গজব দেন, জাহান্নামে নিক্ষেপ করেন। আমাদের এমন ধারণা সম্পূর্ণ ভুল।এ গল্পে লেখক আল্লাহর প্রতি মুহাব্বতের ফযিলতসমূহ, আল্লাহর প্রতি মুহাব্বত সৃষ্টি কারী কিছু বিষয় উল্লেখ্য করেছেন।

৩.নবী (সাঃ)-এর প্রতি ভালোবাসা: মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু- এর গুরুত্ব আলোচনা করা হয়েছে এই অংশে।

৪.প্রণয়ের বিষবাষ্প: আমরা বান্দা হিসেবে আল্লাহকে ও উম্মত হিসেবে ভালোবাসাব। এর পাশাপাশি মা-বাবা, ভাই-বোন ,আত্মীয়-স্বজন সবাইকে ভালোবাসতে হবে। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য, কাউকে ঘূণা করলেও আল্লাহর জন্য।

৫.আত্মহত্যা কেন: ইসলামে আত্মহত্যা মহাপাপ হওয়া সত্ত্বেও এমন অনেক লোক আছে যারা জীবন যাপনের কঠিন দুঃখ- দুর্দশা ও ব্যর্থতা গ্লানি থেকে পরিত্রাণের জন্য অথবা জেদের বশবর্তী হয়ে বেছে নেয় আত্মহত্যা যা একেবারেই অনুচিত।এমন অনেক গুলো সত্যি ঘটনা লেখক তার বইয়ে তুলে ধরেছেন।

৬.প্রণয়সুধা: এটি খুব সুন্দর একটি হালাল রিলেশনের গল্প।যা জানতে হলে বইটি পড়তে হবে।
৭.হালাল রিলেশন,ও হারাম রিলেশন: রিলেশন মানেই যে খারাপ কিছু তা ভাবার কোনো সুযোগ নেই। তবে সে রিলেশন হতে হবে হালাল। কোনটি হালাল রিলেশনের ও কোনটি হারাম রিলেশন তা লেখক বইটিতে খুব সুন্দর করে ব্যাখা করেছেন।

৮.বিয়ের উদ্দেশ্যে প্রেম: কাউকে বিয়ের উদ্দেশ্যে ও তার সঙ্গে বিবাহপূর্ব প্রেম নামে যে অবৈধ সম্পর্ক রয়েছে তা করার কোনো অবকাশ নেই। তা হাদিসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

৯.ইসলামে স্বামী-স্ত্রীর ভালোবাসা: হালাল প্রেম যে কতটা মধুর ও রোমান্টিকতায়‌ ভরপুর।তা ৮টি হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে।

১০.বাবা-মা’র প্রতি ভালোবাসা ও সম্মান জানাবেন যেভাবে: সন্তানের জন্য বাবা- মা আল্লাহর বিশেষ নিয়ামত।বাবা-মা সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে।তাই আমাদের উচিত তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানানো। বাবা-মাকে অধিক ভালোবাসা, তাদের প্রতি যথাযথ সম্মান দেখাতে যেসব উপায় অবলম্বন করা যায় তার কিছু নমুনা লেখক নিখুঁত ভাবে তুলে ধরেছেন।

১১.এক কুলাঙ্গার সন্তান: কুলাঙ্গার সন্তান এ বইয়ের চমৎকার একটি বাস্তব ঘটনা নিয়ে গল্প। গল্পটা না হয় বই পড়ে জেনে নিন।

🍀🍀 বইয়ের যা‌ কিছু ভালো লেগেছে,,
✳️দূষ্টিনন্দন ও আকর্ষণীয় প্রচ্ছদ।
✳️ গল্পের পরতে পরতে হাদিসের আলোকে প্রমানসহ ব্যাখা।
✳️সহজ সরল ও সাবলীল ভাষায় ব্যবহার।

🍀🍀 মূল বইয়ের কিছু কথা যা আমার কাছে খুব ভালো লেগেছে,,,,,
১.আল্লাহর প্রতি মুহাব্বতের মাঝে মুমিন যে সৌন্দর্য খুঁজে পায় তা সকল সৌন্দর্যের উর্ধ্বে।

২.আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যে ব্যতীত দুনিয়া উপভোগ্য হবে না। তার দর্শন লাভ ব্যতিরেকে জান্নাতও
আনন্দময় হবে না।

৩.কারও প্রতি সত্যিই দুর্বলতা চলে এলে পারিবারিক ভাবে তাকে বিয়ে করে নেওয়া উচিত। বিয়ে করার দৃঢ়সংকল্প থাকলেও কোনো বেগানা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হারাম।আর বেশির ভাগ প্রেমের শেষ পরিণতিই হয় বিচ্ছেদ, ধোঁকা।এটি শয়তানের প্ররোচনা।

৪. প্রেমগুলো এখন সরু হয়ে গেছে অথচ প্রেমগুলো ত্রিভুজাকৃতির হওয়ার কথা ছিল। মানে হলো, আমার দোয়াটি আল্লাহ পর্যন্ত যাবে মানে একটি রেখা। আমাকে পাওয়ার জন্য যে দোয়া করবে তার থেকে আল্লাহ পর্যন্ত আরেকটি রেখা।আর আল্লাহ আমাদের মাঝে যে রেখাটি টানবেন সেটা দিয়ে একটি ত্রিভুজ হওয়ার দরকার ছিল।

৫. একটা মেয়েকে পাওয়ার জন্য যতটা কান্না করেছি তার কিছুটাও যদি আল্লাহকে পাওয়ার জন্য করতাম তা হলে আল্লাহ আমার হয়ে যেত।

💌🌺আমার কাছে বইটি‌ এক কথায় অসাধারণ লেগেছে।বইটি থেকে এমন অনেক কিছুই জেনেছি‌ যা আগে জানতাম না। সবগুলো গল্পই ভালোলাগার মতো। বইটিতে এমন অনেক দিকনির্দেশনা আছে যা বর্তমান জেনারেশনের জন্য খুব প্রয়োজন। সবাইকে বইটি পড়ার জন্য অনুরোধ রইল। আশা করি করি বইটি পড়ে সবাই উপকৃত হবেন। অনেক ধন্যবাদ লেখক মুহাম্মদ আলীনুর ইসলাম MD Alinur Islam ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটি ইসলামী বই ছড়িয়ে দেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল । আল্লাহ আপনার লেখনীতে কুদরতি দান করুক যাতে আমাদেরকে মাঝে আরো ভালো ভালো বই উপহার দিতে পারেন। প্রার্থনা করি জীবনের সব দুঃখ, কষ্ট, হতাশা, খারাপ লাগাকে পিছনে ফেলে অনেক অনেক দূর এগিয়ে যান।😊

হ্যাপি গ্রোপিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *