October 4, 2023

নবি‌জির (স.) তিলাওয়াত – রায়হান প্রকাশন

‘তিলাওয়াত’ অর্থ পঠন, অধ্যয়ন ও আবৃত্তিকরণ। ইসলামি পরিভাষায় ‘তিলাওয়াত’ অর্থ কেবল আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে সুমিষ্ট স্বরে ধীরে ধীরে কুরআন তিলাওয়াত করা। আর এই ‘তিলাওয়াত’ অতীব গুরুত্বপূর্ণ, বহু তাৎপর্যময় এবং অনেক বড় একটি ইবাদাত। নবিজি ﷺ এর ভাষায়— ‘কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদাত।’ [১] এজন্যই আল্লাহর কালামে অবতীর্ণ প্রথম সুরার প্রথম আয়াতের প্রথম শব্দেই পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, ‘পড়ো, তোমার রবের নামে, যিনি তোমায় সৃষ্টি করেছেন।’ [২] আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেই এখন কুরআন পাঠ করি, তিলাওয়াত করি; এমনকি কুরআন নিয়ে গবেষণাও করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা অন্য অনেক ক্ষেত্রে নবিজি ﷺ এর সুন্নাত বা আদর্শের পাবন্দি করলেও কুরআন তিলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ ইবাদাতে নববি সুন্নাতের কথা চিন্তাও করি না; একথা ভাবিও না— নবিজি ﷺ কীভাবে কুরআন তিলাওয়াত করতেন, কীভাবে কুরআন অধ্যয়ন করতেন, আর কীভাবেই বা কুরআন নিয়ে গবেষণা করতেন!
নববি তিলাওয়াতের সেই অনন্য পদ্ধতি সম্পর্কে সম্যক অবগত হতে এই বইটি আমাদেরকে যথেষ্ট সহায়তা করবে। যারফলে আমরা অন্যান্য ইবাদাতের মতো তিলাওয়াতেও নবিজির সুন্নাতের উপর আমল করতে পারব এবং নবিজির তিলাওয়াতের অভিনব ধরন জানতে পারব। সর্বোপরি নববি তিলাওয়াত, নববি অধ্যয়ন ও নববি অনুশীলন থেকে বঞ্চিত হব না ইনশা আল্লাহ। আর যারা এসব কিছু থেকে বঞ্চিত, তাদের সম্পর্কে হাদিস শরিফে ধমকি এসেছে। এরশাদ হয়েছে, ‘যার অন্তরে কুরআনের (অধ্যয়ন, অনুশীলন ও এতদুভয়ের প্রতি আগ্রহ) নেই, সে যেন পরিত্যক্ত বাড়ি।’ [৩] [১] কানজুল উম্মাল, ১/৫২৬। মাজমাউল বয়ান, ১/১৫।
[২] সুরা আলাক, আয়াত: ১।
[৩] তাখরিজু মিশকাতুল মাসাবিহ, ২/৩৭২।

বই: নবি‌জির (স.) তিলাওয়াত
প্রকাশনায়: রাইয়ান প্রকাশন

Wafilife Books

যোগাযোগ Head Office: House 310, Road 21 Mohakhali DOHS, Dhaka-1206 Phone: 017-9992-5050 096-7877-1365 sales@wafilife.com

View all posts by Wafilife Books →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *