October 4, 2023

ধেয়ে আসছে ফিতনা

প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা.) বলেন, ‘তোমাদের ঈমানের যে পর্দা সবার আগে সরে যাবে, তা হলো আমানতদারিতা। আর শেষটি হচ্ছে নামাজ।’
.
‘ধেয়ে আসছে ফিতনা’ বই থেকে।
.
বর্তমানে কিন্তু আমরা এটাই দেখছি। চারিদিকে দূর্নীতি এত বেশি ছয়লাভ করেছে যে, আমানতদারিতা নেই বললেই চলে। অমুসলিমদের মাঝে একজন মুসলিমকে আলাদা করে চেনা যায় না। নামাজি, বেনামাজি, কাউকেই এখন আর মানুষ বিশ্বাস করে না। ধোঁকা, মিথ্যাচার, দুই নাম্বারী, সব নেতিবাচক স্বভাব ভরে গেছে আমাদের ভিতরটা।
.
আর নামাজ? সেটাকেও আমরা ঐচ্ছিক কাজ বানিয়ে ফেলেছি। মন চাইলে পড়ি, মন না চাইলে পড়ি না। অনেকেই আছি জুমাবার, ঈদের নামাজ আর জানাযা ছাড়া মসজিদে যাই না। শেষ জামানার ফিতনাগুলো এত গভীরভাবে ঘিরে ধরেছে আমাদের! সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ বড়ই বাস্তব কথা বলে গেছেন আজ থেকে চৌদ্দ শত বছর আগে।

Wafilife Books

যোগাযোগ Head Office: House 310, Road 21 Mohakhali DOHS, Dhaka-1206 Phone: 017-9992-5050 096-7877-1365 sales@wafilife.com

View all posts by Wafilife Books →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *