বই: দ্য অ্যালকেমিস্ট
লেখক: পাওলো কোয়েলহো
অনুবাদ: আশিক মেহেদী
প্রকাশনী: আরাফাত প্রকাশনী
মুদ্রিত মূল্য: ১৫০টাকা
আপনি কি হতাশায় আচ্ছন্ন হয়ে আছেন? জীবনের লক্ষ্যে পৌঁছাতে বারবার ব্যর্থ হচ্ছেন? আপনার কি মনে হয় সফলতা আপনার জীবনে ধরা দিচ্ছে না?
যদি লক্ষ্যে পৌঁছাতে সফল হতে চান, যদি হতাশা ভুলে সাফল্য অর্জন করতে চান তবে তুলে নিন পাওলো কোয়েলহোর ‘দ্য অ্যালকেমিস্ট’।
চটকদার বিজ্ঞাপনের ভাষায় এই হলো এই উপন্যাসের মূল বক্তব্য। কিন্ত পর্দার আড়ালেও কিছু গল্প থাকে, যা হয়ত জানা হয় না, যে সত্য হয়ত দেখা যায় না, সফলতার পেছনে যে পরিশ্রমের গল্পটা অব্যক্তই থাকে বরাবর, ‘দ্য অ্যালকেমিস্ট’ তার বয়ান।
কাহিনী সংক্ষেপ:
আন্দালুসিয়ার এক মেষপালক সান্তিয়াগো। পিরামিডের ভেতর লুকিয়ে রাখা গুপ্তধনের সন্ধানে সে যাত্রা করে মিশরে। পথে দেখা পায় এক বেদুঈন মহিলার, নিজেকে সালেমের রাজা দাবী করা মেলশিজাদেক আর এক অ্যালকেমিস্টের। সান্তিয়াগোর অনুসন্ধানে সাহায্য করতে এগিয়ে আসে সবাই। পথচলার সময় চারপাশে জীবনের নানারূপ দেখতে পায় ছেলেটা। সে অনেক কিছুই শেখে এ অভিযান থেকে। শেখে হতাশা, ব্যর্থতাকে কীভাবে স্বপ্ন পূরণের শক্তিতে রূপান্তরিত করা যায়।
প্রেম, ভালোবাসা, যুদ্ধ, বর্বরতা, স্বপ্ন, দর্শন সব মিলিয়ে টানটান উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম উপন্যাসটির কাহিনী।
বই থেকে কয়েকটি প্রিয় লাইন:
সূর্য উদিত হওয়ার আগের মুহূর্ত সবচেয়ে বেশি অন্ধকার।
যখন কেউ অন্যের লক্ষ্যে হস্তক্ষেপ করে তারা কখনো নিজেরটুকু পূরণ করতে পারে না।
মরুভূমিকে ভালোবাসা যায়, বিশ্বাস করা যায় না।
যেটা একবার হয় সেটা দ্বিতীয়বার আর হয় না। কিন্তু যেটা দুইবার হয়, তৃতীয়বার সেটা হবেই।
অনুবাদ হিসেবে মূল্যায়ন: সত্যি বলতে এই অনুবাদটি আমাকে ততটা টানেনি।
লেখা ও ছবি: Tasnim trisha
Leave a comment