দুজন বিখ্যাত আলেমের লেখা বই নিয়ে বিস্তারিত
দুজন বিখ্যাত আলেমের লেখা বই নিয়ে বিস্তারিত |
মুসলিম হলেও আমরা অনেকেই জানি না, ইসলামের অনন্যতা কোথায়। বিশেষ করে ইসলামি আকীদা-বিশ্বাস কেন অন্যান্য মতবাদের চেয়ে উৎকর্ষ, দৃঢ়চিত্তে নিশ্চয়তার সাথে বলাটা অনেকের জন্যই কঠিন।
ছবির এই বইতে লেখক ইসলামি আকীদার অনন্যতা ও উৎকর্ষতা খুব জোড়ালো বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সাথে অন্যান্য ধর্ম-মতবাদ ও আকিদা-বিশ্বাস উল্লেখ করে সেগুলোর সাথে ইসলামের পার্থক্যও দলীল প্রমাণের সাথে তুলে ধরেছেন। এরপর খণ্ডন করেছেন নবুয়তের ওপর উত্থাপিত সংশয়বাদীদের বিভিন্ন সংশয়-সন্দেহগুলো। নবীজির মিরাজ, মুজিযা নিয়ে দার্শনিক ও সায়েন্টিস্টদের অসাড় দাবীগুলো খণ্ডন করেছেন ধরে ধরে। ইসলামি আকীদা ও সীরাহ বোঝার ক্ষেত্রে বইটি দারুণ ভূমিকা রাখবে ইনশা আল্লাহ্।
ইসলামের মূলনীতি
লেখক : মাওলানা মুহাম্মদ ইদরীস কান্দলবী
প্রকাশনী : হাসানাহ পাবলিকেশন
তাওহীদের পাঠশালা।
প্রত্যেক রাসূলদের শরীয়ত ভিন্ন ভিন্ন হলেও তাদের দাওয়াত ছিল অভিন্ন। তাঁরা সবাইকে তাওহীদের দাওয়াত দিতেন। তাওহীদের এই মূল পাঠ বেশ সহজ সাবলীল। যে কোনো বয়সের, যে কোনো স্তরের মানুষের জন্যই বোধগম্য। ‘তাওহীদের পাঠশালা’ বইটি তাওহীদের সেই বার্তা নিয়েই এসেছে।
.
আজ আমাদের তাওহীদ ঠিক নেই বলেই আমরা নানান কুসংস্কারে বিশ্বাস করি। তাওহীদ ঠিক নেই বলেই মৃতের কাছে সাহায্য চাই। আবার এই তাওহীদের বুঝে ঘাটতি থাকাতেই বিপদ আমাদের হতাশ করে ফেলে। রবের ওপর আস্থা খুঁজে পাই না। জীবনকে অর্থহীন মনে হয়।
.
বিখ্যাত দুআর বই ‘হিসনুল মুসলিম’ বইটি অনেকেই পড়েছেন। সেই বইয়ের লেখক সাঈদ ইবনে আলী কাহতানীর লেখা এই ‘তাওহীদের পাঠশালা।’ পুরো গ্রন্থে কুরআন ও হাদিসের আলোকে ঈমানের পরিচয়, ঈমানের মাহাত্ম্য, ঈমানে দাবি, ঈমানের শর্ত, ঈমানের রুকন, ঈমান দুর্বল ও ভঙ্গের কারণ নাতিদীর্ঘ পরিসরে লেখক আলোচনা করেছেন। দীর্ঘ কলেবর নয় যে পাঠক বিরক্ত হবেন, আবার অতি সংক্ষিপ্ত নয় যে বোধগম্য হবে না।
বই: ‘তাওহীদের পাঠশালা
লেখক : সাঈদ ইবনে আলী আল কাহতানী
প্রকাশনী : হাসানাহ পাবলিকেশন
বইদুটি একত্রে ৪১৫ টাকা কুরিয়ার চার্জ সহ।
বইদুটি নিতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের মেসেজ করবেন প্লিজ।
Content Source from:- HASANAH