বই: জীবন যেখানে যেমন
লেখক: আরিফ আজাদ
প্রকাশনী: সমকালীন প্রকাশন
ক্যাটাগরী:ইসলামি গল্প-উপন্যাস
বইমেলা-২০২১ এ প্রকাশিত জনপ্রিয় লেখক আরিফ আজাদের বই ‘জীবন যেখানে যেমন’। তার অন্যসব বইয়ের মতো এই বইটাও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এই বইটি একটু অন্য ধাঁচের। বাংলা ও ইসলামি সাহিত্যের সুষম সমন্বয় ঘটেছে এখানে।
বইটিতে ১৪ টি গল্প রয়েছে। প্রত্যেকটি গল্পই জীবনঘনিষ্ঠ। প্র্যাকটিসিং মুসলিম মুসলিমাহের জীবন কেমন হতে পারে তা বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে। অন্যান্য বাংলা সাহিত্যে আমরা প্র্যাকটিসিং মুসলিমদের খুঁজে পাই না। ইচ্ছে করেই যেন গলাধাক্কা দিয়ে তাদের সাহিত্য থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আরিফ আজাদের কলমে তারাই হয়ে উঠেছে অন্যরকম সাহিত্য।
জীবন নামক নদীর ঢেউয়ের উত্থান-পতনের সময় কিভাবে তাওয়াক্কুল রাখতে হয় তা আপনি জানতে পারবেন বইটি পড়ে। একজন মা সন্তান হারিয়েও কীভাবে স্থির থাকতে পারে, কীভাবে একজন টুপি বিক্রেতা আসমানের আয়োজন সম্পন্ন করে, কীভাবে অসৎ লোকের পিএসের চাকরি ছেড়ে দিয়েও সুখী হওয়া যায় কিংবা বাবা এবং সন্তানের ভালোবাসা কীরূপ হতে পারে তা বইটিতে তুলে ধরা হয়েছে।
এছাড়া বইটিতে স্থান পেয়েছে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার গল্প, মহীয়সী মায়েদের গল্প এবং সফল মানুষদের গল্প।
ভালোলাগা আর ভালোবাসার এই বইয়ের বিশেষ কিছু উক্তি………..
“শিশির বিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন,হালকা বাতাসে পাতা দুল্লেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায়।””
“সফলতা দিনে পাঁচ বার ডাকে”
“মাঝেমাঝে বাঁচবার যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা চাইতেও প্রবল হয়ে যায়।”
“যে রিজিক আসমান থেকে আসে তার লাগি এতো পেরেশানি কিয়ের?”
“ঠিক কতক্ষণ অপেক্ষা করে থাকলে মিটে যাবে আরেকটু অপেক্ষার প্রহর??””
“চলে যাওয়া মানে প্রস্থান নয়,তবে মৃত্যু মানে নিশ্চিত প্রস্থান”
“অতিরিক্ত স্বাধীনতাও এক রকম পরাধীনতা”
“বাবা মায়ের ভালোবাসাগুলো হয় নিঃস্বার্থ নির্লোভ আর নির্ঝঞ্জাট”
“বিপদগ্রস্ত মানুষের কাছে নিজের বিপদ ব্যতীত বাকি দুনিয়াটা গৌণ”
“জীবন কি আর পুতুলের মত!!”
“ফ্যানের নিচে বসে হাওয়া গিলতে থাকা তোমার অস্তিত্ব কাটাতে বৃষ্টির জন্য দুআ করছে জ্বলন্ত চুলোর পাশে বসে থাকা এক রমনী!!”
“কি অবিশ্বাস ভালোবাসা!
কি!অনুপম মায়ার বন্ধন!””
লেখক আরিফ আজাদ জীবনের ভিন্ন ভিন্ন স্রোত, ভিন্ন ভিন্ন রূপকে নতুন আঙ্গিকে পাঠকের সামনে প্রকাশ করেছেন বইটিতে। বইটি পড়ার মাধ্যমে নতুন এক সাহিত্যের জগতে হারিয়ে যাবেন আপনি আর আপনার ভাবনা!
নাস্তিকদের কলমের জবার কলমে দেওয়ার গুরুভারটা ওনি অনেক আগেই হাতে তুলে নিয়েছিলেন। এবার ‘জীবন যেখানে যেমন’ বইটির মাধ্যমে ওনি বুঝিয়ে দিলেন ইসলামী জীবনদর্শনকেও সাহিত্যের রূপ দেওয়া যায়। এক অন্যরকম সাহিত্যের রস আস্বাদন করতে বইটি পড়া যেতে পারে।
**অনেক আগে বইটি পড়েছি তাই ভালো করে রিভিউ দিতে পারিনি।**
[ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।]
Leave a comment