প্রতিটি মুসলিম জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়। পুণ্যবান মুমিন বান্দাগণ কত আমল করে, কত ইবাদত-বন্দেগি
করে, কতশত ত্যাগস্বীকার করে চলে প্রতিনিয়ত। এই সব কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে জান্নাত পাওয়ার জন্য। জান্নাত হচ্ছে চির-শান্তির স্থান। মুমিন বান্দা সেখানে যা চাইবে, তা-ই পাবে আনন্দ-উপভোগের যত রকম উপকরণ থাকতে পারে, তার সবকিছুরই দেখা মিলবে জান্নাতে। জান্নাতিদের পোশাক হবে সোনা-রুপার তৈরি। তাদের সেবায় নিয়োজিত থাকবে অগণিত সেবক আর ডাগর নয়না
হুর। সেখানে আরো থাকবে দুধ, মধু ও মদের নহর, যা পান করে পরিতৃপ্ত হবে
জান্নাতবাসী।
বই: জান্নাত-জাহান্নাম
লেখক: শাইখ ড. উমার সুলাইমান আশকার
ভাষান্তর: মাওলানা আকরাম হোসাইন
সমকালীন প্রকাশন