December 11, 2023

জাদুর তুলি মুহাম্মদ – আলমগীর তৈমূর

অগাস্ট মাস ছিলো এই বছরের সবচেয়ে ব্যস্ততম মাস আমার জন্য। এর মাঝেও কিছু বই পড়ার চেষ্টা করেছি।

August Bookhaul:

মাস্টারপ্ল্যান
প্রান্ত ঘোষ দস্তিদার
৩.৫/৫

ভিন্ন ঘরনার একটি বই। প্লট দারুন কিচতু এক্সিকিউশনে অনেক জায়গায় কেমন জানি লাগলো। প্রচুর প্লট হোলের মধ্যে দিয়ে শেষ করছি মাস্টারপ্ল্যান।

এপোথিওসিস
আতাউর রহমান সিহাব
৪/৫

বাংলার প্রথম বিবলিক্যাল ফিকশন বলা হয়ে থাকে সম্ভবত এই বইকে। বইটিতে খুব জটিল কিছু টপিকের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে গল্প। পড়া শেষে আত্মতৃপ্তি হয় একরকম।

কেরু এন্ড কোং
মোস্তাফিজ কারিগর
৩.৫/৫

ছোট গল্প সংকলন। স্যাটায়ার ধর্মী লেখার মাধ্যমে ফুটিয়ে তুলার চেষ্টা করা হয়েছে সমাজের বিভিন্ন অসংগতি। সুখপাঠ্য।

গৌরিপুর জাংশন
হুমায়ুন আহমেদ

একটা রেলস্টেশন কে ঘিরে কাহিনি। ওইখানকার জনজীবন কিভাবে চলছে। সেটাই মূলত দেখানো হয়েছে।

মিশর
প্রাচীন মিশরীয় পুরাণ এবং দেবতাদের গোপন রহস্য
রয় জ্যাকসন / শাহেদ জামান
৪/৫

মিশর নিয়ে জানার জন্য আমার পড়া অন্যতম ভালো একটা বই। সাবলীল অনুবাদ সাথে বিভিন্ন ছবি। কেউ যদি খুব সংক্ষেপে মিশর নিয়ে জানার আগ্রহ থাকে এই বইটি তাদের জন্য খুব ভালো বই।

কারমিল্লা
জোসেফ শেরিড্যান লে ফানু / লুৎফুল কায়সার
৪/৫

হুট করেই প্রাসাদের আশেপাশে প্রানীগুলা মারা যাচ্ছে। কিন্তু কিভাবে? জানতে হলে কারমিল্লার জগতে ঢুকতেই হবে। ড্রাকুলা যে বই থেকে ইন্সপায়ার্ড হয়ে লেখা সেই বইটিযে সুখপাঠ্য হবে তা নিয়ে সন্দেহ থাকার কথা নয়।

রুসওয়া
মাহমুদুর রহমান
৪/৫

১১৬ পৃষ্ঠার বইটি এমন ভাবে লেখা যেনো শেষ হয়েও হলো না শেষ। স্মৃতিচারনমূলক বইটির পুরাটা এক বসায় পড়ে ফেলার মতো বই নয়। ধীরে ধীরে পড়ে উপভোগ করতে পারেন এই ছোট্ট বইটি।

জাদুর তুলি
মুহাম্মদ আলমগীর তৈমূর
৪.৫/৫

চীনের উপকথা নিয়ে লেখা ছোট ছোট গল্পগুলো যেমন উপভোগ্য তেমন চিন্তার খোরাক জোগায়। ছোট গল্পের মাঝে দিয়ে বিভিন্ন উপকথা তুলে ধরা হয়েছে বইটিতে। যারা পড়েন নাই তাদের অন্য মাস্ট রিড বই এটি।

Wafilife Books

যোগাযোগ Head Office: House 310, Road 21 Mohakhali DOHS, Dhaka-1206 Phone: 017-9992-5050 096-7877-1365 sales@wafilife.com

View all posts by Wafilife Books →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *