বইঃ চাঁদের পাহাড়
লেখকঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
এডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এই বইটা অসাধারণ একটা বই হবে নিশ্চিত। বিভূতিভূষনবাবু কখনো আফ্রিকা গিয়েছিলেন কিনা জানি না কিন্তু যেই সুন্দর বর্ননা বইটাতে ছিলো আফ্রিকার প্রকৃতির,পাহাড় -পর্বতের!!!
আহা!💚
একই সাথে সাহসী এক বৃদ্ধের বুদ্ধিদীপ্ত গল্প এবং তারই সাথে সাহসী এক যুবকের শেষ পর্যন্ত টিকে থাকার লড়াইয়ের গল্প।
এটা পড়ার সময় একই সাথে পাবেন এডভেঞ্চার,থ্রিল এর স্বাদ। মাঝে মাঝে আশ্চর্য হতে বাধ্য হবেন এবং মাঝে মাঝে হতাশ হবেন,কষ্ট পাবেন,দুঃখবোধ করবেন!!!!
প্রকৃতির অতি সুন্দর কিছু বর্ননা আছে এই বইটাতে। পড়ার সময় মনে হবে” ইশশ আমি যদি সেখানে থাকতে পারতাম”!
আমার এরকম মনে হয়েছিলো যখন আমি সেই ২০১৬ সমরেশ মজুমদারের ‘গর্ভধারিণী’ পড়েছিলাম।
এতো অল্প কয়টায় পৃষ্ঠায় বিভূতিভূষণবাবু এতো সুন্দর করে এতো কিছুর বর্ননা দিয়েছেন যেটা পড়ে মুগ্ধ হতে আপনি বাধ্য!!!🖤
আর বেশি লিখে লাভ নাই।বই প্রেমীরা পরে নিয়েন।ভালো লাগবে অবশ্যই!
পৃথিবী বইয়ের হোক!🌸
Leave a comment