লিখেছে সুলেখক শায়লা শবনম
উপন্যাস: চন্দ্রভুক
লেখক: মুনীরা কায়ছান
প্রকাশনী: উপকথা
মুদ্রিত মূল্য: ২৫০ টাকা
বইটা পড়তে শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। কিন্তু কয়েক পৃষ্ঠা পড়ে আর শেষ করা হয়নি। নির্ঝঞ্ঝাট ছুটির জন্য অপেক্ষায় ছিল বোধহয়। বইটির নাম ‘চন্দ্রভুক’।
চারশো বছর আগের মূর্তি শিল্পী জগবন্ধু, অথবা এসময়ের ভাস্কর ইন্দ্রজিতের গল্প চন্দ্রভুক। পাথর খুঁড়ে তৈরি করা মূর্তিতে তারা নাকি প্রাণ প্রতিষ্ঠা করেন। গল্পটা রাজা প্রতাপাদিত্য, পিতা বসন্ত রায়ের সাথে বিশ্বাসঘাতকতার, মোগল আধিপত্যবাদ, পর্তুগিজ ধর্মপ্রচারকদের দৌরাত্ম, মগ এবং হার্মাদ জলদস্যুদের অত্যাচার-লুন্ঠনের অথবা শেহেরবাঈয়ের। কিংবা বর্তমান সময়ের প্রেমিক ইন্দ্রজিৎ, নাতাশা, নিঝুম বা জিতেন্দ্রিয়ের।
নিয়তির অবশ্যম্ভাবী বিষয়গুলো যেমন পরিবর্তন করা যায় না, তেমনি অতীন্দ্রিয়, ব্যাখ্যার অতীত কিছু ঘটনাও হয়তো প্রতিহত করা যায় না। এ যেন ইতিহাসের পুনর্জাগরণ, অতীতের ফিরে ফিরে আসা।
মুনীরা কায়ছান’এর লেখা এমনিতেই ভালো লাগে, ‘চন্দ্রভুক’ ভাললাগাটা আরও বাড়িয়ে দিলো। নিখাদ এবং সিরিয়াস পাঠকের ভালো লাগবে পড়ে। বিশেষ করে ইতিহাস, মিথোলজি, ভাস্কর্য শিল্পে যাদের আগ্রহ আছে তারা মুগ্ধতা নিয়ে পড়বেন নিঃসন্দেহে।
মিস্ট্রি_থ্রিলার_চন্দ্রভুক হাতে পাবার লিংক… ইনবক্স করতে পারেন পেইজে কিংবা রকমারিতে… শুভ পাঠ্যম…
Leave a comment