বইয়ের নাম – চন্দ্রকুহক
লেখক – কর্ণ শীল
প্রকাশক – একলব্য
পৃষ্ঠা সংখ্যা – ১৬৮ (হার্ড বাইন্ডিং)
মূল্য – ২৫০/-
বইটিতে ছোট বড় মিলিয়ে মোট দশটি গল্প রয়েছে। প্রতিটি গল্পই মূলত অপার্থিব অলৌকিক মায়ায় সিক্ত। ঐতিহাসিক প্রেক্ষপটে রূপ পেয়েছে কিছু কাহিনি। কিছু আবার নিতান্তই সাদামাটা গ্রাম বাংলার লোকগাথা বা লোককথার উপর ভিত্তি করে গড়ে ওঠার পরবর্তী পর্যায়ে শিহরিত কাহিনিতে বদলে গেছে। বেশ কয়েকটি গল্পে রেশমের মতো আলতো স্পর্শ পেয়েছি রূপকথার। আলো আঁধারের লুকোচুরি খেলার মধ্য দিয়ে অবচেতনে সৃষ্টি হয়েছে কুহক জাল। অপূর্ব শব্দশৈলীর মধ্য দিয়ে লেখক সুচারুভাবে সেই জালটিকে বইয়ের প্রতিটি পাতায় ছড়িয়ে দিয়েছেন। সার্থক হয়ে উঠেছে বইটির নামকরণ।
পড়তে পড়তে বেশ কিছু মুদ্রণ প্রমাদ চোখে পড়েছে। প্রচ্ছদ মনোগ্রাহী। বইয়ের বাইন্ডিং অত্যন্ত ভালো। লেখকের মায়াবী কলমের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা।
Leave a comment