December 11, 2023

কারমিল্লা – জোসেফ শেরিড্যান লে ফানু

বুক রিভিউঃ-

বইঃ- কারমিল্লা
লেখকঃ- জোসেফ শেরিড্যান লে ফানু
অনুবাদকঃ- লুৎফুল কায়সার
প্রচ্ছদঃ- সজল চৌধুরী
জনরাঃ- গথিক হরর
প্রকাশনীঃ- বেনজিন প্রকশন
প্রথম প্রকাশঃ- আগষ্ট, ২০২২
মুল্যঃ- ৩০০টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ- ১৬০

ব্যাক্তিগত মতামতঃ-
পড়েছি জোসেফ শেরিড্যান লে ফানু এর বিখ্যাত বই ❝কারমিল্লা❞। বইটি ভ্যাম্পায়ার এর উপর লিখা হয়েছে। এর আগে এই ধরনের(ভ্যাম্পায়ার রিলেটেড) কোন বই পড়া হয়নি। কিন্তু এই বইটি পড়ে আমি মুগ্ধ হয়েছি, কি অসাধারণ লেখনি। একেবারে প্রথম থেকেই গল্পটি চুম্বকের মতো ধরে রেখেছিলো এবং রহস্যের জাল তৈরী হচ্ছিলো। আর অনুবাদক লুৎফুল কায়সার ভাই অনুবাদের দিক থেকে মনোমুগ্ধকর কাজ করেছেন৷ পড়ার সময় একবারের জন্যেও বিরক্তিবোধ হয়নি, ঝরঝরা অনুবাদের পাশাপাশি লেখার বিভিন্ন বিষয়কে টিকার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি যার কারনে অনেক কিছু জানতে পেরেছি পরিষ্কার ভাবে। এই সব কাজগুলো আরো আসতে থাকুক। আগ্রহীরা পড়ে দেখতে পারেন, আশাকরি ভালো লাগবে।🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *