December 11, 2023

কথামালার নুড়িপাথর : লেখক সেলিনা হোসেন

❝ক্ষমতায়ন কোন মানবিক দর্শন নয়। ক্ষমতায়নকে মানবিক অর্থে ব্যাবহার করার জন্য প্রয়োজন সচেতনতা, শিক্ষা, মূল্যবোধ, নৈতিকতা, সততা, শুভবোধ ইত্যাদি চেতনার গভীর আলো। এই সত্য নারী,পুরুষ, নির্বিশেষে সকলের জন্যই জরুরি। যদি কেউ মনে করেন, আমি অমুক জায়গায় ক্ষমতায় অধিষ্ঠিত যা খুশি তা করার অধিকার পেয়েছি,তাহলে সেটি ভুল চিন্তা হবে।কারণ ক্ষমতার জায়গায় ব্যাক্তির অধিষ্ঠান কোন ব্যাক্তিগত বিষয় নয়।সেটা সামগ্রিক কল্যাণের স্বার্থে ব্যাবহৃত হবে।ব্যাক্তির চিন্তা ক্ষমতার জায়গাটিকে নির্ধারণ করবে মানবিক চেতনার বোধ থেকে। তিনি যে জায়গায় আছেন সেই জায়গাটিকে সততা,নৈতিকতা এবং শুভ চেতনা থেকে পরিচালিত করবেন।সে ক্ষমতার পরিধিকে আলোকিত ব্যাক্তির করা ব্যাক্তির দায়িত্ব নইলে ক্ষমতায়ন নানা ধরনের বিপর্যয় ঘটাতে পারে। ইতিহাসে এমন বিপর্যয়ের অনেক দৃষ্টান্ত আছে❞

উপরের এই অংশটি ‘কথামালার নুড়িপাথর’ বইয়ের “নারীর দৃষ্টিতে পৃথিবী” – এই অংশ থেকে নেওয়া।

বইঃ কথামালার নুড়িপাথর
লেখকঃ সেলিনা হোসেন
ধরনঃ প্রবন্ধ এবং সাক্ষাৎকার
প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন
বিক্রয় মূল্যঃ ২৫০৳

Sean Publication

View all posts by Sean Publication →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *