December 11, 2023

এবার ভিন্ন কিছু হোক – আরিফ আজাদ

পাঠকের রিভিউ ***
বই- এবার ভিন্ন কিছু হোক
লেখক- আরিফ আজাদ

বিশ্লেষণধর্মী বুক রিভিউ আমি করতে পারি না। তবে বইটা পড়ে মনে হলো দুটো কথা বলি। সাজিয়ে বলতে পারিনি যদিও। তবে যেটুকুই বলেছি সেটা অনুধাবন করতে পারবেন।

একটা জীবন মিছেমিছি কেটে যাচ্ছে আমাদের। ঘোরলাগা এক দুনিয়ায় ফাতরা সব আবেগ নিয়ে পড়ে আছি আমরা। দিনশেষে একটা প্রশান্ত মন নিয়ে তৃপ্ত হতে পারছি না। কেমন অস্থির ভাব এক রকম থেকেই যায়। আর এইসব কিছু হতে থাকে আমাদের অন্তরে। এর সমাধান একটাই। তবে তা বলার আগে আরেকটা কথা বলে নিই।

আচ্ছা আমাদের বেঁচে থাকার জন্যে কি এই একটাই জীবন? আমরাতো অবশ্যই মরে যাবো। কিন্তু এরপর কী হবে? এরপর জাস্ট মাটি হয়ে গেলাম, মিশে গেলাম, ব্যাস্ এই? না। মৃত্যুর পর কবরের ধাপ আছে, হাশরের ধাপ আছে, এরপর আরো অনেক ধাপ আছে ছোটো ছোটো জান্নাত জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত। মরণ যদি হয় আমাদের আল্লাহ’র অখুশি নিয়ে তাহলে এই সবগুলো ধাপে কতো মারাত্মক ধরনের যন্ত্রণা যে ভোগ করতে হবে আল্লাহই জানে। আর কবর, হাশর, জান্নাত, জাহান্নাম এগুলো অবশ্যই সত্য। হবেই এগুলো। আরো একটা জীবন আছে আমাদের। যেটা চিরকালের।

এবার ফিরে আসি আগের কথায়। আমাদের অন্তর। শরীরবৃত্তীয় যাবতীয় বিষয় আমরা জানলেও অন্তরের অন্দরমহল নিয়ে কিন্তু আমাদের জানার পরিধি খুব সামান্য। আর তাই এই মন-প্রাণ শুধু এবং শুধুমাত্র আল্লাহ’র কাছেই সঁপে দিতে হয়। আল্লাহ তখন আমাদের অন্তরকে নির্মল করে দেন।

যাইহোক, পুরো ব্যাপারটা সেভাবে গুছিয়ে বলতে পারিনি। এই বইটা অবশ্যই পড়ে দেখবেন। আমার কথাগুলো কাঠখোট্টা মনে হলেও বইটার লেখাগুলো যথেষ্ট প্রাঞ্জল। এটা অবশ্য এই সিরিজের দ্বিতীয় বই। এর প্রথম বই ‘বেলা ফুরাবার আগে’। জীবনটাকে আরেকটু স্নিগ্ধ করতে বইদুটো পড়ে ফেলুন।

Happy Reading!

— তাহমিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *