February 27, 2024

এনসাইক্লোপিডিয়া অব দ্য ওয়ার্ল্ড – বিশ্বকে চিনে নিন হাতের মুঠোয়

এই সুবিশাল বিশ্ব যে কত বৈচিত্র্যময়, কতশত যে রহস্যের আধার তা আমরা কয়জনেই বা জানি? কত ধরনের প্রাণী বাস করে এই বিশ্বে, তা কি আমরা জানি? সাগরে, নদীতে কত নাম না জানা, না দেখা মাছ আর অন্যান্য প্রাণীদের বসবাস! প্রকৃতির বিপুল সম্ভারে কত বৈচিত্র্য, কত অচেনা জিনিসের দেখা মেলে। শুধু কি তাই? মানুষের হাতেগড়া স্থাপনা, তার দৈনন্দিন জীবনের নানা দিকের মধ্যেও তো লুকিয়ে থাকে অসংখ্য রহস্য আর মজার সব তথ্য। আর বিজ্ঞানের বিস্ময় তো আছেই!
.
এই সবকিছু এক মলাটের ভেতর জানবার এক অনন্য মাধ্যম হলো এনসাইক্লোপিডিয়া তথা বিশ্বকোষ। “এনসাইক্লোপিডিয়া অব দ্য ওয়ার্ল্ড” বইটি আপনাকে দেবে বিশ্বকে জানবার এক অনন্য স্বাদ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট অনেক বিষয়ের তথ্যের সমাহার ঘটেছে এই বইটিতে। প্রাণীজগত, ফুল-ফল, সৌরজগত, বিজ্ঞানের নানা বিস্ময়, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, মানুষের হাতেগড়া স্থাপনা, শিল্পকলা, খাবার ইত্যাদি অসংখ্য ও বহু বিষয়ের উপর তথ্যের বিরাট এক ভাণ্ডার এই এনসাইক্লোপিডিয়া। বইয়ের পাতায় বিস্ময়কর পৃথিবীকে জেনে নিতে কৌতুহলী জ্ঞানপিপাসুদের জন্য হাইলি রেকোমেন্ডেড একটি বই।
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *