December 11, 2023

উত্তরাধিকার : সমরেশ মজুমদার | Uttoradhikar

ধরন- উপন্যাস
লেখক – সমরেশ মজুমদার
প্রকাশনী – ঘোষ এন্ড মিত্র পাবলিশার্স

দুই বাংলার জনপ্রিয় ঔপন্যাসিক সমরেশ মজুমদারের বিখ্যাত ট্রিলোজি উপন্যাস সিরিজের মধ্যে প্রথম বই উত্তরাধিকার,দ্বিতীয়টি কালবেলা, তৃতীয়টি কালপুরুষ।এই তিনটা বই যেন সমরেশ মজুমদারের সৃষ্ট ত্রিরত্ন।তবে এই সিরিজেরই শেষ আরেকটি খণ্ড রয়েছে যার নাম ‘মৌষলকাল’। যেটি অনিমেষের ছেলের কাহিনী নিয়ে এবং অপেক্ষাকৃত কম জনপ্রিয় হওয়ায় এটি সমরেশ মজুমদারের সময় ট্রিলজি নামে পরিচিত।উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রথমবার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল ১৯৮১-১৯৮২ খ্রীস্টাব্দে।
এই উপন্যাসের মূল চরিত্র অনিমেষ মিত্র।
উত্তরাধিকার অনিমেষের শৈশব,কৈশর ও যৌবনের শুরুর দিকের ঘটনাপ্রবাহের দলিল।

সমরেশ মজুমদারের লেখা আমার সবসময়ই ভালো লাগে।উত্তরাধিকার বইটা পড়ে তার লেখার মায়ায় আরো একবার আটকে যাই।বর্ণনাশৈলী,কাহিনীর গতি সবকিছু দারুণ!
পড়তে পড়তে ডুয়ার্সের চা বাগান,জলপাইগুড়ির আলো-বাতাস,শহরের বুকে নেমে আসা সন্ধ্যা অনুভব করতে পারছিলাম মনে হচ্ছিলো।
পাঠকের মনে নিঃসন্দেহে জায়গা করে নেবে অনিমেষের এই উপাখ্যান।
২০১৬/২০১৭ সালে মাত্র ৮০টাকায় নীলক্ষেত প্রিন্টের নতুন বইটি কিনি।এখনো দামের তেমন হেরফের হয়নি।১২০ থেকে ১৩০ টাকার ভেতর পাওয়া যাবে।নীলক্ষেত থেকে কিনলে কিছুটা দামাদামি করার মানসিকতা রাখতে হবে পাঠক বন্ধুদের.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *