October 4, 2023

ইকুয়েশন অব লাইফ – নাজমুশ শাবাব

শীঘ্রই প্রকাশিতব্য
বইঃ ইকুয়েশন অব লাইফ
লেখকঃ নাজমুশ শাবাব
প্রকাশনায়ঃ ইসাবাহ্ প্রকাশন

ফ্ল্যাপ থেকেঃ
দ্বীনের পথে চলতে গিয়ে বিভিন্ন ভ্রান্তির মায়াজালে থমকে যায় আমাদের পথচলা। মাঝে মাঝে জীবনকে অর্থহীন মনে হয়_এভাবে কী একটা জীবন চলতে পারে? এভাবে কী আস্ত একটা জীবনকে ধ্বংস হতে দেওয়া যায়?
আমাদের জীবন তো খুুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে, সে দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ-ই নেই।উদাসীনতা, অবহেলায় ডুবে থেকে গাফেল হয়ে আমরা দিন অতিবাহিত করছি।হারাম কর্মকাণ্ডে জড়িয়ে আছি,কিন্তু আমরা কখনোই ভাবি না আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা আমাদের জন্য যেটা হারাম বলে ঘোষণা করেছেন তাতে একফোঁটাও কল্যাণ থাকতে পারে না।
এসময় আমাদের উচিত ছিলো তাকওয়ার সরোবরে অবগাহন করা,অন্তরকে পরিশুদ্ধ ও কালিমামুক্ত করা।আমাদের জীবনদর্শন ও লাইফস্টাইলে একটা পরিবর্তন প্রয়োজন। প্রয়োজন জীবনকে নতুন করে শুরু করার স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে অন্তরে লালন করা।তাই সেই জীবনের স্বপ্ন অন্তরে বুনে নিন, যে জীবন আল্লাহর জন্য বাঁচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *