বইঃ আল্লাহর সুন্দরতম নামের ফজিলত
পৃষ্ঠাঃ ১৪২
পড়লাম দারুণ একটি বই। জানলাম অনেক অজানা বিষয়ে। আলহামদুলিল্লাহ।
প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলআমীনের সিফাত ও নাম অগণিত। প্রচলিত আছে, আল্লাহ তা’আলার নামের সংখ্যা ৩০০০।
ফেরেশতা (আ)-দের জ্ঞানে আছে ১০০০ নাম, নবি-রসুলদের জ্ঞানে ছিল ১০০০ নাম, ঐশী চার গ্রন্থ কিতাবের মধ্যে তাওরাতে ছিল ৩০০, যবুরে ৩০০ এবং ইঞ্জিলে আল্লাহর ৩০০ নাম ছিল।
পবিত্র কুরআনে মহান আল্লাহর ৯৯টি নাম রয়েছে। তবে ‘আল্লাহ’ও আল্লাহতাআলার একটি নাম। এ হিসেবে আল্লাহর সিফতি নাম ১০০টি।
এ বইয়ে সেই ১০০টি নামের ফজিলত বর্ণিত হয়েছে। কোনো নামের জিকির করলে অভাব-অনটন দূর হবে, কোনো নামের জিকির করলে মনের নেক আশা পূরণ হবে, কোনো নামের জিকির করলে রোগ দূর হবে, কোনো নামের জিকিরে সম্মান লাভ করবে, কোনো নামের জিকিরে নেক সন্তান লাভ, কোনো নামের জিকিরে স্বামী-স্ত্রীর মহাব্বত বৃদ্ধি ইত্যাদিসহ আরো অনেক ফজিলত সম্পর্কে জানলাম।
আপনারাও জানতে চাইলে পড়ে ফেলুন ছোট্ট এ বইটি।
Leave a comment