November 30, 2023

আই ফিয়ার আল্লাহ্ : আয়মান আশ্রাফ | I Fear Allah : Ayman Ashraf

  • বই : আই ফিয়ার আল্লাহ
  • লেখক : আয়মান আশ্রাফ
  • প্রকাশনী : ফিলহাল প্রকাশন
  • বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
  • পৃষ্ঠা : 96, কভার : পেপার ব্যাক
  • আইএসবিএন : 9789849619505

আমরা পকেটে দামি দামি স্মার্টফোন রাখতে পারি, মানিব্যাগ রাখতে পারি। কিন্তু সে পকেটে আমরা টুপি রাখতে ভুলে যাই, মেসওয়াক রাখতে ভুলে যাই।


আমাদের হাতে বেশি দামি না হলেও কম দামি একটা ঘড়ি অবশ্যই থাকে। কিন্তু ঘড়ি দেখে যথা সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে আমরা ভুলে যাই।


আমরা বড় বড় দালানকোঠা তৈরি করি, সেখানে ড্রয়িং রুম, বেড রুম, কিচেনরুমসহ আরো কত রুম থাকে; কিন্তু, এক্সটা নামাজের জন্য ছোট্ট একটি রুম বানাতে-ই আমরা ভুলে যাই।


আমরা দিনে কতো হাজারবার ফোনের স্ক্রিন টাচ করি তা নিজেও জানি না। কিন্তু, ঘরে পড়ে থাকা সেই চৌদ্দশ বছর পূর্বের নাযিলকৃত কুরআন স্পর্শ করতে ভুলে যাই।

আমাদের ঘর রঙ বেরঙের পোশাক-আশাকে ভরপুর থাকে, কিন্তু নামায আদায়ের জন্য দু-একটি জায়নামায সংগ্রহে রাখতে ভুলে যাই৷


আমরা দুনিয়ার মোহে পড়ে কবর আখিরাতের কথা ভুলে যাই। আমরা দামি দামি পোশাক পরিধান করে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হই; কিন্তু, মসজিদে যাওয়ার সময় নোংরা একটি জামা পরিধান করে চলে যাই।


আমরা ফেসবুক, মেসেঞ্জার, ইমো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে পারি; কিন্তু, মসজিদে ইমাম সাহেবের কেরাতে এক  থেকে দু-মিনিট লেট হলেই ধৈর্যহারা হয়ে যাই,  সমালোচনা শুরু করে দেই।


আমরা বেহুদা- অনর্থক কথা বলে সময় নষ্ট করতে পারি। কিন্তু, পরিবারের লোকদের সাথে বসে দু-চার মিনিট হাসিমুখে—মন খুলে কথা বলতে ভুলে যাই।


আমরা সুন্দর করে হাত ধুয়ে খেতে বসি। কিন্তু, খাবার খাওয়ার দোয়া পড়তে ভুলে যাই।


আমরা বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে বসে খেতে পারি। কিন্তু, পরিবারকে নিয়ে এক সাথে খেতে ভুলে যাই।
এমনকি দিন শেষে আমরা ভুলে যাই যে, আমরা—মুসলমান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *