🔰 পাঠ প্রতিক্রিয়া: অপেক্ষা
হুমায়ূন আহমেদের জাদুকরী গল্প বলার ভঙ্গি আর অন্যদিকে বইয়ের প্রতিটা চরিত্রে মিশিয়ে দেওয়া অপেক্ষার এক বিষাদগ্রস্ত অনূভুতি মিলেমিশে এক অসাধারণ গল্প ‘অপেক্ষা’। সুরাইয়া, ইমন, সুপ্রভা, মিতু, এক একটা চরিত্র অনূভুতির দেয়ালে বার বার আঘাত করেছে বইটা পড়ার সময়।
অপেক্ষা এমন এক বই যেখানে প্রতিটি চরিত্র অপেক্ষার অনূভুতি নিয়ে দিনপার করছে, যেখানে উঠে এসেছে পারিবারিক জীবনের নানান সব গল্প, যেখানে পদে পদে মিশে আছে অপেক্ষা অনূভুতি।
হুমায়ূন আহমেদের এ পর্যন্ত যতগুলো বই পড়েছি, তারমধ্যে এই বইটা আমার প্রিয় বইয়ের তালিকাতে থাকবে। অপেক্ষার অনূভুতি নিয়ে লেখকের এই চমৎকার সৃষ্টিটি ভবিষ্যত পাঠকদের আশাকরি এভাবে ভালো লাগার অনূভুতি দিয়ে যাবে।
বইয়ের সাথে আফসার ব্রাদার্স এর প্রোডাকশন, বইয়ের ভিতরে থাকা আর্টওয়ার্ক গুলো অসাধারণ ছিলো, তবে বইটিতে বানান ভুল ছিলো চোখে পড়ার মতো, যা বিরক্তিকর লেগেছে।
বই: অপেক্ষা
লেখক: হুমায়ূন আহমেদ
প্রকাশক: আফসার ব্রাদার্স
প্রচ্ছদ: ফরিদুর রহমান রাজিব
মুদ্রিত মূল্য: ৫০০৳
পৃষ্ঠা: ২১৯
Leave a comment