December 11, 2023

অন্ধকার_স্বর্গ

 

পার্ট -১৮ এর পর…………..

নুহাইমা বাসায় এসেছিল।তুই তো চলে গিয়েছিলি।কোথায় গিয়েছিস?
নূরজাহানের এমন কথায় মেরুন খানিকটা অবাক হলো।মেরুন বলে উঠলো,
-আমি তো বলেই গিয়েছি। তন্নির সাথে যাবো।ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে।
-ওর বয়ফ্রেন্ড নাকি তোর?
-উফ্,নুহাইমা কেন আসলো?
কপাল কুঁচকে বলল মেরুন।তার মা মাঝে মাঝে তার মতো রোমান্টিক মুভমেন্টে হাজির হয়ে যায়।তখন মেরুনের বিরক্ত লাগে।নুহাইমা কেন এসেছে জানে না নূরজাহান।
-আচ্ছা তাহলে আমি নুহাইমাদের বাসায় যাই।দেখি কি জন্য তলব করলো আ জোমায়।
এই বলে মেরুন চলে গেল।নুহাইমা তার ফোনের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিল।তার ফোনের মতো একটা ফোন তার বোনও কিনেছে।ফোনের কোনো ব্যাপার না,নুহাইমা আসলে গিয়েছিল মেরুনের সাদা গাউনটা তাকে দিতে,সে যাবে তার মামাতো ভাইয়ের বিয়েতে।মেরুন তা শুনে রীতিমতো হাসি থামাতে পারলো না।বলল,তুই তো আমার বোন।আমার সব তোর।তুই আর আমি তো সেইম ভাই।নিয়ে যাস।আমি নামিয়ে রাখবো।

নুহাইমা খুশি হলো।মেরুন কত ভালো।কত যত্ম করে প্রতিটি সম্পর্কের।তার ভাগ্য যেন আরো সুন্দর হয়।আরো বেশী শুভ্রতা যেন ভর করে তার দুই বাহুতে।

সুলভের ফেসবুক খুঁজে পেয়েছে।ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই একসেপ্ট করলো।সুলভের সাথেও কথা হয় এখন।তবে মেরুন জানে,সুলভ হয়তো কখনো তার হবে না।আর সেও চায় না তন্নি থেকে সুলভকে কেড়ে নিতে।সুলভ তন্নির থাকুক।তন্নি আর সুলভ কত ক্লোজ।কত খেয়াল রাখে একজন অন্যজনের।নিজেদের মনের কথা বুঝে দু’জন।তাদের দেখলে মনে হয়।দে আর মেড ফর ইচ আদার।

-মেরুন,একটা কথা শুনো না।
-বলো তন্নি।
-সুলভের সাথে কি তোমার এড আছে?
-হ্যাঁ।
-একটু নক দাও তো।কথা বলো তো,ও ঠিক আছে নাকি জিজ্ঞেস করো।
-কেন কি হয়েছে?
-একটু ঝগড়া হয়েছে।ও আমাকে সব জায়গা থেকে ব্লক করছে।
-আচ্ছা দাঁড়াও,আমি ঠিক করে দিচ্ছি।
-পারবা?দেখো তো একটু।
-টেনশন করো না,আমি দেখতেছি।

মেরুন সুলভকে বুঝিয়ে আবার মিল করে দিলো তন্নির সাথে।সুলভ আর তন্নির মধ্যমনিতে পরিণত হলো মেরুন।ঝগড়ার সময় তারা খুব করে পায় মেরুনকে।সুলভ তো মেরুনকে একটা নামও দিয়েছে,প্রেমের গ্লু।কত সুন্দর করে সুলভ কে বুঝিয়েছিলো,তা হলফ করে বলে বেড়ায় সুলভ।
এরপর মেরুন যেন ওদের দুজনের কাছে একটা ভালো বন্ধু হিসেবে তৈরি হয়ে গেল।সেদিনের পর কোনো ঝগড়া বিবাদ হলে তা সব মিটমাট করে দিতো মেরুন।মেরুনের কথায় ম্যাজিক আছে নাকি তা জানে না।তবে সুপার গ্লু এর মতো আবার জোড়া গেলে যেত তাদের সদ্য ফেটে যাওয়া ভালোবাসা।

চলবে……………..
পড়ার জন্য ধন্যবাদ ❤️

অন্ধকার_স্বর্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *