আসছে জোয়ার -বাধ মানে না
ইসলাম ঔ আসছে হেঁটে
গোলাবারুদ নেই তাহার
তবে পেছনে ছুটছে মানুষ
সামনে যাদের রুদ্ধ দ্বার।
খিল খোলার এক মন্ত্র জানে
ধর্ম যাদের দীন ইসলাম
চতুর্দিকে ছড়িয়ে পড়ে
আমার প্রভু খোদার নাম।
আসছে জোয়ার,বাধ মানে না
ছড়িয়ে পড়ে আলোর ঢল
বন্ধ কর ঝগড়াঝাঁটি
আগুন আগুন কী প্রবল!
( রচনাকাল:২০১৩, গোমতী আয়েশা ভিলা )
শ্রুতিলিখন:মুহিম মাহফুজ
প্রকাশ: মাসিক রহমত, জুন ২০১৩
বই: অগ্রন্থিত রচনাবলি :আল মাহমুদ
গ্রন্থনা ও সম্পাদনা:মুহিম মাহফুজ
প্রকাশনায়: নাশাত পাবলিকেশন
Leave a comment